০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক সহ আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে বসত বাড়ীর সীমানার উপর দিয়ে পায়ে হাঁটার রাস্তায় গেইট নির্মানকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে সেলিম(২৮) নামে এক যুবক গুরুত্বর আহত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) বিকেল পৌণে ৩টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর মুন্সীপাড়া এলাকায় এই মারপিটের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত সেলিমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় দেলোয়ার ইয়াসমিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মিনু বেগম ও আয়েশা বেগম নামে দুই নারীসহ লিটন তালুকদার তার দুই ছেলে মোয়াজ্জেম তালুকদার ও মিলন তালুকদারসহ মোট ৫ জনকে আটক করেন। আহতের বড় ভাই আবুসাঈদ জানান, জমিজমা নিয়ে পূর্ব হতে প্রতিবেশী মৃত ইয়াকুব তালুকদারের ছেলে লিটন তালুকদারগংয়ের সাথে বিরোধ চলে আসছিল। এই নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস হয়। ঘটনার দিন আমার ভাই সেলিম বাড়ীর উত্তর পাশে বাড়ীর নিরাপত্তার জন্য টিনের গেইট নির্মান করতে গেলে লিটন গং এসে বাঁধা দেয়। একপর্যায়ে লিটনসহ তার ছেলে মোয়াজ্জেম, মিলন, স্ত্রী মিনু বেগম, পুত্রবধু আয়েশা হাতে দা, লাঠি, সুইচ গিয়ার নিয়ে সেলিমের উপর হামলা চালায়। এ সময় মোয়াজ্জেম এর হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে সেলিমের বুকে পিঠের উপর  ঘাই মেরে গুরুত্বর জখম করে। তখন আমিসহ বাড়ী লোকজন এগিয়ে গেলে লিটনগং চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আমার ভাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করি। বর্তমানে আমার ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে স্থানীয়দের অবরোধে থাকা দুই নারীসহ ৫জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জনপ্রিয় সংবাদ

প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক সহ আহত ৮

আপডেট সময় : ০১:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
মুন্সীগঞ্জের শ্রীনগরে বসত বাড়ীর সীমানার উপর দিয়ে পায়ে হাঁটার রাস্তায় গেইট নির্মানকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে সেলিম(২৮) নামে এক যুবক গুরুত্বর আহত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) বিকেল পৌণে ৩টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর মুন্সীপাড়া এলাকায় এই মারপিটের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত সেলিমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় দেলোয়ার ইয়াসমিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মিনু বেগম ও আয়েশা বেগম নামে দুই নারীসহ লিটন তালুকদার তার দুই ছেলে মোয়াজ্জেম তালুকদার ও মিলন তালুকদারসহ মোট ৫ জনকে আটক করেন। আহতের বড় ভাই আবুসাঈদ জানান, জমিজমা নিয়ে পূর্ব হতে প্রতিবেশী মৃত ইয়াকুব তালুকদারের ছেলে লিটন তালুকদারগংয়ের সাথে বিরোধ চলে আসছিল। এই নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস হয়। ঘটনার দিন আমার ভাই সেলিম বাড়ীর উত্তর পাশে বাড়ীর নিরাপত্তার জন্য টিনের গেইট নির্মান করতে গেলে লিটন গং এসে বাঁধা দেয়। একপর্যায়ে লিটনসহ তার ছেলে মোয়াজ্জেম, মিলন, স্ত্রী মিনু বেগম, পুত্রবধু আয়েশা হাতে দা, লাঠি, সুইচ গিয়ার নিয়ে সেলিমের উপর হামলা চালায়। এ সময় মোয়াজ্জেম এর হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে সেলিমের বুকে পিঠের উপর  ঘাই মেরে গুরুত্বর জখম করে। তখন আমিসহ বাড়ী লোকজন এগিয়ে গেলে লিটনগং চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আমার ভাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করি। বর্তমানে আমার ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে স্থানীয়দের অবরোধে থাকা দুই নারীসহ ৫জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।