০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকার প্রধান রাস্তাটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যাতায়াতের সম্পুর্ন অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে সেবা নিতে আসা রোগী সহ সাধারণ জনগণ।

ভূমি অফিসের সামনে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকার প্রধান  রাস্তাটি  বর্তমানে এখন আর রাস্তা বলে মনে হয় না। দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত না হওয়ায় সামান্য বৃষ্টিতে পানি জমে রাস্তাটির একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

রাস্তাটি ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগই হাসপাতালের রোগী। কিন্তু দুঃখের বিষয় হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এই  সড়কের কোন ধরনের উন্নয়ন বা সংস্কার কোনটাই হয়নি। রাস্তাটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রচন্ড ঝাঁকুনিতে যে কোন যানবাহনে চড়ে আসা রোগীদের দুর্ভোগের সীমা থাকেনা।

কথা হলো অটোরিকশা চালক শাকিল, মনির, আতাউর এর সাথে। তাদের সাথে আলাপকালে তারা জানান, এ সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ধীরগতিতে যানবাহন চালাতে হয়। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন এ সড়ক দিয়ে চলাচলকারী রোগী, রোগীদের আত্মীয়-স্বজন। গর্ভবতী নারীকে নিয়ে আসা টেপিবাড়ী গ্রামের হানিফ মিয়া বলেন, রাস্তার অবস্থা খুব খারাপ, গর্ভবতী এক রোগীকে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। তিনি বলেন হাসপাতালের একমাত্র রাস্তা হওয়ায় কয়েক হাজার লোক প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। তা সত্ত্বেও সড়কটি মেরামতে সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ চোখে পড়েনি। সড়ক দূর্ঘটনায় আহত এক রোগীকে নিয়ে হাসপাতালে আসা রোগীর স্বজন তুহিন মিয়া বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু রোগীকে নিয়ে আসতে বেশ কষ্ট হয়েছে, রাস্তার বেহাল দশার কারণে যেকোনো রোগীকেই আনা-নেওয়া করা অনেক কষ্টের।  রাস্তার এই অবস্থা দেখে মনে হচ্ছে, রাস্তাটি নিজেই অসুস্থ। অথচ এই রাস্তা দিয়েই প্রবেশ করতে হয়, আবার বের হতে হয়। হাসপাতালের সেবা নিতে আসা গুরুতর অসুস্থ রোগীরা এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। সড়কটির অবস্থা বেহাল হওয়াতে অসুস্থ রোগীরা দুর্ভোগে পড়েন। সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। রাস্তার দুরবস্থার কারণে তাদের খুবই কষ্ট হয়। জটিল রোগীদের বেশী সমস্যা পোহাতে হয়। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হলে তিনি ইউএনও মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। আমি কয়েকবার মেয়র মহোদয়কে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে।

আপডেট সময় : ০৩:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকার প্রধান রাস্তাটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যাতায়াতের সম্পুর্ন অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে সেবা নিতে আসা রোগী সহ সাধারণ জনগণ।

ভূমি অফিসের সামনে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকার প্রধান  রাস্তাটি  বর্তমানে এখন আর রাস্তা বলে মনে হয় না। দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত না হওয়ায় সামান্য বৃষ্টিতে পানি জমে রাস্তাটির একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

রাস্তাটি ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগই হাসপাতালের রোগী। কিন্তু দুঃখের বিষয় হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এই  সড়কের কোন ধরনের উন্নয়ন বা সংস্কার কোনটাই হয়নি। রাস্তাটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রচন্ড ঝাঁকুনিতে যে কোন যানবাহনে চড়ে আসা রোগীদের দুর্ভোগের সীমা থাকেনা।

কথা হলো অটোরিকশা চালক শাকিল, মনির, আতাউর এর সাথে। তাদের সাথে আলাপকালে তারা জানান, এ সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ধীরগতিতে যানবাহন চালাতে হয়। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন এ সড়ক দিয়ে চলাচলকারী রোগী, রোগীদের আত্মীয়-স্বজন। গর্ভবতী নারীকে নিয়ে আসা টেপিবাড়ী গ্রামের হানিফ মিয়া বলেন, রাস্তার অবস্থা খুব খারাপ, গর্ভবতী এক রোগীকে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। তিনি বলেন হাসপাতালের একমাত্র রাস্তা হওয়ায় কয়েক হাজার লোক প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। তা সত্ত্বেও সড়কটি মেরামতে সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ চোখে পড়েনি। সড়ক দূর্ঘটনায় আহত এক রোগীকে নিয়ে হাসপাতালে আসা রোগীর স্বজন তুহিন মিয়া বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু রোগীকে নিয়ে আসতে বেশ কষ্ট হয়েছে, রাস্তার বেহাল দশার কারণে যেকোনো রোগীকেই আনা-নেওয়া করা অনেক কষ্টের।  রাস্তার এই অবস্থা দেখে মনে হচ্ছে, রাস্তাটি নিজেই অসুস্থ। অথচ এই রাস্তা দিয়েই প্রবেশ করতে হয়, আবার বের হতে হয়। হাসপাতালের সেবা নিতে আসা গুরুতর অসুস্থ রোগীরা এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। সড়কটির অবস্থা বেহাল হওয়াতে অসুস্থ রোগীরা দুর্ভোগে পড়েন। সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। রাস্তার দুরবস্থার কারণে তাদের খুবই কষ্ট হয়। জটিল রোগীদের বেশী সমস্যা পোহাতে হয়। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হলে তিনি ইউএনও মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। আমি কয়েকবার মেয়র মহোদয়কে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।