ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। গত রবিবার (২১ জানুযারি) অনুষ্ঠিত এ আয়োজন করে ফ্রান্সের সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘অক্ষর’। আয়োজনে ছিল কবিতা ও ছড়া পাঠ, গান এবং পুঁথিপাঠ। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান। উপস্থাপনায় ছিলেন আবৃত্তিশিল্পী মুনির কাদের।
বিভিন্ন কবির লেখা কবিতা আবৃত্তি করেন প্যারিসের আবিৃত্তিশিল্পী সাইফুল ইসলাম, গোলাম মোর্শেদ, সোয়েব মোজাম্মেল ও রাহুল চৌধুরী। নিজের লেখা বেশ কয়েকটি ছড়া এবং পদ্য পড়েন ছড়াকার, কবি ও লেখক লোকমান আহম্মদ আপন।
স্বরচিত কবিতা পাঠ করেন, কবি আবু যুবায়ের, কবি বদরুজ্জাম জামান, ও কবি মেরি হাওলাদার। পুঁথি পাঠ করেন কাব্য কামরুল। সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী মৌসুমী চক্রবর্তী, অমিয়া রহমান, রাখি পিউরিফিকেশন এবং তবলায় ছিলেন সিপন প্লাসিড।
স/মিফা


























