০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে মাদক মামলায় কবিরাজের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে মাদক মামলায় ছত্তার কবিরাজ নামে এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  এসময়ে ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। আসামি ছত্তার কবিরাজ যশোরের কোতয়ালী থানার শংকরপুরের মৃত মোসলেম কবিরাজের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৮ জুন নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী ক্যাম্পের একটি টহল দল দুপুরে পেড়লি গ্রামের ফখরুল শেখের রাড়ির পাশ দিয়ে মাদক কারবারি ছত্তার কবিরাজসহ এক শিশুকে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে যেতে দেখে। তাদের তল্লাশি করে বস্তার মোট ৪০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাদের আটক করে পুলিশ।
এ ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রোকিবুজ্জামান শিশু সুজনকে শিশু আইনে ও ছত্তার কবিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুইটি পুলিশ প্রতিবেদন দাখিল করেন।
পরে পাঁচজনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মাদককারবারি ছত্তার কবিরাজকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
সব/ট
জনপ্রিয় সংবাদ

নড়াইলে মাদক মামলায় কবিরাজের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
নড়াইলে মাদক মামলায় ছত্তার কবিরাজ নামে এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  এসময়ে ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। আসামি ছত্তার কবিরাজ যশোরের কোতয়ালী থানার শংকরপুরের মৃত মোসলেম কবিরাজের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৮ জুন নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী ক্যাম্পের একটি টহল দল দুপুরে পেড়লি গ্রামের ফখরুল শেখের রাড়ির পাশ দিয়ে মাদক কারবারি ছত্তার কবিরাজসহ এক শিশুকে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে যেতে দেখে। তাদের তল্লাশি করে বস্তার মোট ৪০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাদের আটক করে পুলিশ।
এ ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রোকিবুজ্জামান শিশু সুজনকে শিশু আইনে ও ছত্তার কবিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুইটি পুলিশ প্রতিবেদন দাখিল করেন।
পরে পাঁচজনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মাদককারবারি ছত্তার কবিরাজকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
সব/ট