দলগত সাফল্যে স্বপ্নের মতো উড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চলমান বিপিএলে পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে তারা। এমন পারফরম্যান্সে খুশি দলটির প্রধান কোচ তুষার ইমরান। সাফল্যের পুরো কৃতিত্ব দিচ্ছেন খেলোয়াড়দের। সাগরপাড়ের দলটির বিদেশি খেলোয়াড়রা আছে দারুণ ছন্দে।
চট্টগ্রামের মধ্যমণি হয়ে আছেন আভিস্কা ফার্নান্দো, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান ও নাজিবউল্লাহ জাদরান। পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসতে যারা রেখেছিল অসামান্য অবদান। দেশীয় তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেন দিপুরাও ঝলক দেখাচ্ছেন। সবমিলিয়ে ড্রেসিংরুমে বইছে শান্তির হাওয়া।
এ প্রসঙ্গে দলটির কোচ বলেন, ‘কৃতিত্ব দেব সব খেলোয়াড়কে। যে পরিকল্পনায় আমরা এগোচ্ছি সেই পরিকল্পনাটা মাঠে বাস্তবায়ন করছে তারা। আরো অনেকগুলো ম্যাচ আছে। আমি এক এক করে এগোতে চাচ্ছি।’ বিদেশিদের সঙ্গে দেশিরা পারফর্ম করায় চট্টগ্রামের সাফল্য পাওয়া সহজ হচ্ছে বলে মনে করেন তিনি। তাছাড়া সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করতে পারলে দিপু, তামিমদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন।
তিনি বলেন, ‘আমি খুশি যে স্থানীয় ক্রিকেটাররাও সঙ্গে পারফর্ম করছে। বিশেষ করে তামিমের আরো পারফর্ম করা উচিত। ও যদি ওর জায়গাটা বুঝে এবং ওই অনুযায়ী ব্যাটিং করে তাহলে আমি মনে করি দিপু, তামিম আরো বড় ক্রিকেটার হবে।’
স/মিফা


























