মুন্সীগঞ্জ শিশুদের মধ্যে হয়েগেলো ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত জেলার লৌহজং উপজেলার যশলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা অংশ নেয়া এই ক্রীড়া প্রতিযোগিতায়। স্কুলটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা,লম্প জম্প,যেমন খুশি তেমন সাজ,নাচ,বিস্কুট খেলা,কবিতা আবৃতি,গজল সহ বিভিন্ন ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন লৌহজং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার মোঃ বাহাউদ্দিন, মেদেনি মন্ডল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফ হোসেন খান।
বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি গাজী রাজিকুর রহমান (জনি গাজী) সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রিন্সেস হাফেজা জামাল হেলালী,গাজী বাড়ী জামে মসজিদের সভাপতি গাজী আবু সাইয়িদ, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক মোঃ হায়দার আলী, যশলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান, মেদিনীমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ দিনু খান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক গাজী সালাউদ্দিন বাবু প্রমুখ।























