ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
ফেনী জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, সদস্য জাহাঙ্গীর আলম, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম পাটোয়ার, মাহিনুর জাহান লাবনী, মঞ্জিলা আক্তার মিমি, দীপক চন্দ্র নাথ।
প্রশিক্ষণ শেষে ফেনী ফুটবল একাডেমীর সাথে ক্রীড়া পরিদপ্তরের প্রশিক্ষণ টিমের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ২-২ গোলে খেলা ড্র হয়। শেষে প্রশিক্ষনার্থী খেলোয়াড়দের মাঝে সনদ ও অংশগ্রহণকারী সকলের মাঝে ম্যাডেল তুলে দেন অতিথিবৃন্দ।
ফেনী জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ জানান, ফেনীতে ২৮ জন বালক-বালিকাকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। এর মধ্যে থেকে পাঁচজন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।

























