বন্দরনগরী চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এই অভিযান শুরু হয়। এ সময় সিএমপির ২০০ জন পুলিশ সদস্য, ৩০ জন র্যাব সদস্য, ২০০ শ্রমিক, বিপুল সংখ্যক চসিকের নিরাপত্তাকর্মী ও আনসার সদস্য অভিযানে অংশ নেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হকার উচ্ছেদ করে কাঁটাতারের বেড়াও দেয়া হয়েছে সেখানে।
চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এই প্রতিবেদককে জানান, সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এই সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করছেন। উচ্ছেদের পর এলাকাটি নজরদারিতে রাখা হবে, যাতে ফের দখল হয়ে না যায়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম জানান, অবৈধভাবে দোকানপাট, অননুমোদিত স্থাপনা করার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি হচ্ছে। তাই এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















