বাংলা ভাষার শান মান বাঙালির প্রাণ
বাংলা ভাষা মাতৃভাষা বাংলা ভাষায় গাইব গান।
হে বাঙালি রক্ষা করো বাংলা ভাষা হইয়ো না অন্য মন
বাংলা ভাষা রক্ষা করতে গেলে কত বাঙালির প্রাণ।
ভাষার জন্য জীবন দিল রক্ত করল দান
একুশে ডাক দিল ভাষা রক্ষা করিতে।
তার স্মৃতি জুড়ে আছে বাংলাদেশেতে
একুশে স্মৃতি ধরে রাখবো, রাখবো একসাথে।
একুশের স্মৃতির সাথে সাথে মুজিবের স্মৃতি রাখবো মনেতে
স্বাধীনতা রক্ষা করব জয় বাংলার গান গেয়ে গেয়ে।
স্বাধীন দেশ গড়ব আমরা গড়ব হেসে হেসে
বাংলাদেশ স্বাধীন দেশ আছে বিশ্বের মানচিত্রে।


























