গাজী পুরের শ্রীপুরে রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বাড়তে বাড়তে এখন প্রতি কেজি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ৭০ টাকার মতো বেড়েছে। হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষ্দ্ধু ক্রেতারা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাওনা, এমসি বাজার,নয়নপুর বাজার,কাওরাইদ, বরমী বাজার, গাজীপুর বাজারের ব্রয়লার মুরগির দোকান গুলোতে দাম বেড়ে যাওয়ার এ চিত্র দেখা গেছে। এমসি বাজারের ব্রয়লার মুরগি ব্যবসায়ী আলম বলেন, আজ ২০০ থেকে ২১০টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এক সপ্তাহে আগে এর দাম ছিল ১৬০ টাক। পাইকারদের কাছ থেকে বেশি দামে কিনে কম তো আর বিক্রি করা যায় না। ঘর ভাড়া, বিদ্যুত-বিল সহ সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে।খামারি আকরাম বলেন, চাহিদা অনুযায়ী মুরগির বাচ্চা না পাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্মসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজারের দাম উঠা নামা নিয়ে কারসাজি করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।পাইকারদের দাবি, খামারিদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। খাদ্যের দাম ও অনুষঙ্গিক খরচ বেড়ে গেছে। এ ছাড়া সরবরাহেও ঘাটতি আছে। মুরগি কিনতে আসমা আক্তার বলেন, ব্রয়লার মুরগি কিনতে আসলেও দাম বেশির কারনে কিনতে পারিনি। যাদের অবস্থা ভালো, তারা তো একটু বেশি দাম হলেও কিনতে পারছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন বলেন, হঠাৎ দাম বৃদ্ধি পাওয়া এমটা কাম্য নয়। দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
শিরোনাম
রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি
-
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি - আপডেট সময় : ০৬:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- । অনলাইন সংস্করন
- 108
জনপ্রিয় সংবাদ




















