নোয়াখালী পুলিশ লাইন্সে আজ সকালে চট্টগ্রাম রেন্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজীব, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ পারভেজসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।
আজ অনুষ্ঠিত খেলায় জেলার ৮টি থানার ৮টি দল অংশগ্রহণ করেন। পরবরর্তীতে এখান থেকে বাছাইপর্বে বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে বলে জানান আয়োজকরা। এ খেলায চট্টগ্রাম রেঞ্জের মোট ১২টি জেলার মধ্যে একযোগে খেলা শুরু হয়।
নোয়াখালী জেলা পুলিশ উক্ত টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করেন।
























