গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাকের চাকার নীচে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম হৃদয় হাসান (২২)। নিহত হাসান নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার আব্দুল জলিলের ছেলে।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর- মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার এসআই কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজ বাংলাকে জানান, হাসান মোটর সাইকেলযোগে মাওনার দিকে যাচ্ছিলেন। পেছন থেকে একটি ড্রামট্রাক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই হাসান নিহত হয়।
স/মিফা




















