পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। শিমুল, পলাশসহ নানা ফুলে সেজেছে নতুন রঙে নতুন ঢঙ্গে। সকালের মিষ্টি রোদ মিশ্রিত প্রকৃতির এই নতুন রুপে মেতে ওঠেছে বাঙালি। বাঙালি তরুণীদের খোপায় হলুদ ফুল, পরণে শাড়ি আর তরুণ যুবকদের হলুদ পাঞ্জাবি পাজামা পরে নতুন সাজ। শহর থেকে শুরু করে গ্রাম-বাংলার তরুণ-তরুণী ও যুবক যুবতীসহ নানা বয়সী নারী পুরুষ ও শিক্ষার্থীদের দিন কাটে আনন্দ উচ্ছ্বাসে। এর ব্যত্যয় ঘটেনি কুড়িগ্রামের নাগেশ্বরীতেও।
এ উপলক্ষে গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্কুল মাঠে দিনব্যাপী ছিলো নানা আয়োজন। উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পয়লা ফাল্গুন বসন্ত উৎসব পালন করেন শিক্ষার্থীরা।
দিনটিকে ঘিরে বাসন্তি রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে বর্ণিল সাজে সজ্জিত হয়ে বসন্তবরণ উৎসবটি নাচে গানে মাতিয়ে তোলেন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুক, নেওয়াশী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাহ তাসফিয়া রীদি, রুপন্তী জানায়, বসন্ত উৎসসবকে ঘিরে নতুন সাজে অনেক আনন্দিত তারা। ফাগুনের এই দিনে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তাদের দিন কেটেছে। তারা চায় এভাবেই বসন্ত রঙের মতো রঙিন হয়ে উঠুক তাদের জীবন।
উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, শিক্ষার্থীদের সহ-শিক্ষার অংশ হিসেবে বিদ্যালয়ে বসন্ত উৎসব পালন করেন তারা। এতে করে শিক্ষার্থীদের মন উৎফুল্ল থাকবে। প্রতিভা বিকাশের সুযোগ পাওয়ার পাশাপাশি পড়াশোনার প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে তাদের। তাই প্রতিটা দিবস পালনের চেষ্টা করেন তারা।
স/মিফা




















