গাজীপুরের শ্রীপুরে গরু মোটাতাজাকরণ বিষয়ক সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী ভূঁইয়া বাড়িতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আধুনিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করেন। উক্ত কর্মশালায় শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব আলমের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ খান। উক্ত প্রশিক্ষণে মাওনা ইউনিয়নের অর্ধশতাধিক খামারি অংশগ্রহণ করেন।
স/মিফা




















