ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীতে ট্রেনে কাটা পড়ে মাহবুবুল হক (৫৬) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত মাহবুবুল হক ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দূর্গাপুর সিংহ নগর এলাকার বাসিন্দা।
জিআরপি পুলিশ জানায়, রেল পথের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়। পরবর্তীতে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি জানান, শুক্রবার মুহুরীগঞ্জ রেলসেতু সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ফেনীস্থ জিআরপি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, দিনভর মরদেহটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরে শনিবার সকালে নিহত মাহবুবের স্বজনরা এসে মরদেহ শনাক্ত করে।
ঘোপাল ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মোশাররফ হোসেন ট্রেনে কাটা পড়ে দূর্গাপুর সিংহ নগর এলাকার বাসিন্দা মাহবুবুল হক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
স/মিফা




















