বান্দরবানে আগুনে পুড়ে ছাই হলো একটি বাড়ি।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে মেঘলা সংলগ্ন লাল মোহন তঞ্চঙ্গ্যা পাড়ায় এ ঘটনাটি ঘটে।
বাড়ির মালিক বিনয় লাল তঞ্চঙ্গ্যার (৪৫) পেশার একজন ফল বিক্রেতা।
তিনি জানান, সকালে কাজের উদ্দ্যেশে দোকানে চলে যান তিনি। ঘর ফাকাঁ অবস্থায় থাকায় সকালে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। নিমেষেই গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে মুহূর্তেই আমার বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।
পাশের বাড়ি আপন ছোট ভাই খোকন লাল তঞ্চঙ্গ্যা জানান, রান্না ঘরের থেকে একটি বিকট শব্দ শুনতে পান। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা। স্থানীয় লোকজন চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো: আব্দুর রউফ জানান, গ্যাসের সিলিন্ডার থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫লক্ষ টাকা ধারণা করা হচ্ছে।




















