কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২১ ফ্রেব্রুয়ারি) প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন।
এরপর সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ এর সভাপতিত্বে এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সঞ্চালণায় এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা
অফিসার আব্দুল হাই রকেট, অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টুসহ অনেকে।
স/মিফা




















