ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের এমপি ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীরউত্তম। উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের এমপি ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীরউত্তম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান মো.বদিউজ্জামান সিকদার, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার, ব্যবসায়ী মো.আবদুল আওয়াল, এমপির ব্যাক্তিগত সহকারি ব্যারিস্টার মো.মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ হাজার হাজার দর্শক। খেলায় মোট ৮ টি দল অংশ নেন। ফাইনাল খেলায় আমুয়া ইউনিয়ন পরিষদ দল শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
স/মিফা

























