ঢাকার আর্মি স্টেডিয়ামে নয়, চলতি বছর ৭ মার্চ জয় বাংলা কনসার্ট হবে বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। ২০১৫ সাল থেকে এই কনসার্ট ঢাকায় ছিল, এবারই প্রথম ঢাকার বাইরে যাচ্ছে।
৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণে জয় বাংলা কনসার্ট আয়োজন করে আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় কনসার্টের আয়োজন করছে ইয়াং বাংলা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, এবারের আসরে আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ শীর্ষ ব্যান্ড ও শিল্পীরা থাকবেন।
কনসার্টকে সামনে রেখে এম এ আজিজ স্টেডিয়ামে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে ২০১৫ সাল থেকে প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে আসছে তরুণদের কাছে জনপ্রিয় জয় বাংলা কনসার্ট। মাঝে করোনা মহামারির কারণে ২০২১-২২ সালে কনসার্ট হয়নি।
স/মিফা

























