নোয়াখালী জেলা চাটখিল উপজেলার ৯ নং খিলপাড়া ইউনিয়নের সভাকক্ষে আজ (২৭) ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কর্ফোস কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্ত্বে, ইউপি সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনোয়ার হোসেন রতন,৪নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম,ইউপি সচিব মোস্তাফিজুর রহমান।
সভাপতির বক্তব্যে আলমগীর হোসেন চেয়ারম্যান বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সঠিক নিয়মে হওয়া প্রয়োজন,জন্ম ও মৃত্যু নিবন্ধনে খিলপাড়া ইউনিয়ন জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে, আমার ইউনিয়নের জন্ম নিবন্ধন কোন অনিয়ম নেই,জন্ম ও মৃত্যু নিবন্ধনে অসচেতনতার কারণে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্ম তারিখ নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়।জন্ম তারিখ সংশোধন আমাদের হাতে নেই, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সার্ভারের সমস্যার কারণে সঠিক সময় নিবন্ধন করতে সমস্যা হয়। তিনি আরো বলেন সরকারের নিয়ম অনুযায়ী পাঁচ-চল্লিশ দিনের ভিতর জন্ম নিবন্ধন করলে নিবন্ধনের কোন ফি দিতে হবেনা।
সভায় উপস্থিত ছিলেন খিলপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দের পরিদর্শক নূর হোসেন মাসুদ, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, ফারুক রহমান, সিদ্দিক উল্যা,মামুন হোসেন, শাহজাহান সাজু,মানিক হোসেন, ইউপি মহিলা সদস্য নাজমা বেগম, আয়েশা আক্তার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী।




















