বৈধ গ্যাস সংযোগ এর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গজারিয়ায় অবস্থানরত শিল্প প্রতিষ্ঠানগুলো।
বুধবার বিকাল ৫ঘটিকায় গজারিয়া প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এর প্রতিনিধি বৃন্দের মধ্যে প্যাসিফিক ডেনিম লি:এর সিনিয়র ম্যানেজার মো:ইউনুস আলী,সুপার স্টার কোং লি: এর ডেপুটি ম্যানেজার আরিফুজ্জামান,নিউ হোপ এগ্রো বাংলা লি:এর এজিএম সালাউদ্দিন সাগর,ম্যানজ ফি পেপার মিল লি:এর প্রতিনিধি ইঞ্জি:শামীমুল ইসলাম,ফিদা ফিলিং ষ্টেশন এর ব্যবস্থাপক মো:মুক্তার হোসেন,পলি ক্যাবল ইন্ড্রা:লি:এর অতি:ম্যানেজার আল আমিন,পাইওনিয়ার পেপার মিল এর ডিজিএম মো:জিল্লুর রহমান,আনন্দ সি,এন,জি লি:এর ম্যানেজার মো:রিপন ঢালী প্রমুখ।
সংবাদ সম্মেলনে প্যাসিফিক ডেনিম লি:এর সিনিয়র ম্যানেজার মো:ইউনুস আলী,আমরা দীর্ঘদিন যাবৎ বৈধ গ্যাস ব্যবহার করে আসছি, আমাদের গত মাস পর্যন্ত গ্যাস বিল পরিশোধ রয়েছে,আমাদের পূর্ব নৌটিশ ছাড়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় উৎপাদন ব্যাহত হচ্ছে,১৫টি শিল্প প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে ৫কোটি টাকা ক্ষতি হচ্ছে।
ফিদা ফিলিং ষ্টেশন এর ব্যবস্থাপক মো:মুক্তার হোসেন,আমরা তিতাস গ্যাসের সকল নিয়ম নীতি মেনেই গ্যাস ব্যবহার করে আসছি,উনারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করুক,আমাদের সহযোগিতা লাগলে আমরা করবো,কিন্তু আমাদের বৈধ সংযোগ অবিলম্বে দেওয়া হোক।




















