গাজী পুরের শ্রীপুরে আগুন লেগে দশটি ঘর পুড়ে গেছে। এ সময় দগ্ধ হয়ে ১০টি গবাদি পশু।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জৈনা-কাওরাইদ আঞ্চলিক সড়কের পাশে রমিজের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বলদীঘাট এলাকার জুলমত আলীর তিন ছেলের ১০ টি কক্ষ পুড়ে গেছে।এছাড়াও আগুনে দগ্ধ হয়ে ১০টি গবাদি পশু, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন বলেন,হঠাৎ আগুন লেগে সব কয়টি কক্ষ মাহুতের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত রমীজ বলেন, ‘মুহূর্তের মধ্যেই আমার বসতবাড়িরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির সবগুলো ঘর, ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ ১০ লাখ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। সবকিছু হারিয়ে আমি একেবারেই নিঃস্ব হয়ে গেলাম। পরিবার পরিজন নিয়ে মাথা গুজার ঠাইও আর আমার রইল না। কাওরাইদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম ডালি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আগুন লাগার খবর পেয়েছি।আমি রোগী নিয়ে হাসপাতালে আছি। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
শিরোনাম
শ্রীপুরে আগুনে পুড়েছে বসতবাড়ি,গবাদিপশু,অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
-
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি - আপডেট সময় : ০৮:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- । অনলাইন সংস্করন
- 89
জনপ্রিয় সংবাদ
























