রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনের অগ্নিকান্ডে নারায়ণগঞ্জের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের নাম শান্ত হোসেন (২৩), সে ফতুল্লার ভূঁইগড় পশ্চিমপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। বেইলি রোডে গ্রীণ কজি কটেজ ভবনের একটি রেঁস্তোরায় চাকরি করতো। তার এক ভাই ও এক বোন আছে এবং বাবা সৌদি আরবের প্রবাসি।
নিহত শান্তর স্বজনরা জানায়, রাতে মোবাইলে ঢাকার বেইলি রোডে আগুন লাগার ভিডিও দেখি। আমরা তা দেখেই শান্তর মোবাইলে কল দিই কিন্তু ফোন বন্ধ পাই। পরে তার সহকর্মীকে ফোন দিলে পুলিশ ধরে বলে যে, লাশ হাসপাতালে রয়েছে। পরে শুক্রবার সকালে শান্তর লাশ বাড়িতে নিয়ে আসি। জুম‘আর পর জানাযা শেষে স্থানীয় করস্থানে তাকে দাফন করা হয়।
এব্যাপারে কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর মো. মাসুদ মিয়া জানান, এ মর্মান্তিক দূর্ঘটনায় ভূঁইগরের বাসিন্দা শান্ত নিহত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে স্থানীয় ঈদগাহের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।

























