সরকার পদত্যাগ ও এক দফার আন্দোলনে চলাকালে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া সিরাজগঞ্জ জেলা বিএনপির ৭ শতাধিক নেতাকর্মীকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলার ৯টি উপজেলার বিএনপির ১৮টি ইউনিটের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেয় সিরাজগঞ্জ জেলা বিএনপি।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ।
এসময় জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজ, সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সিরাজ সহ ছাত্রদল, যুবদল, মহিলা দলের নেরতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে শুরু করে ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ৭ শতাধিক নেতা-কর্মীদের গণ সংবর্ধনা দেয়া হয়।




















