সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ১ হাজার ২৯১ কোটি টাকা। তবে লেনদেন বেড়েছে ৪.১০ শতাংশ। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০.১৭ শতাংশ বা ১ হাজার ২৯১ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি টাকা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
গত সপ্তাহের চেয়ে কমেছে ডিএসইর সব সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৯.৪২ পয়েন্ট বা ০.৩১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৬২.৩০ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ। এদিকে, ডিএসইএস সূচক কমেছে ০.৭০ পয়েন্ট বা ০.০৫ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমেছিল ২১.৬৯ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ। আর ডিএসই-৩০ সূচক কমেছে ১২.৭৮ পয়েন্ট বা ০.৬০ শতাংশ। আগের সপ্তাহে এটি বেড়েছিল ১৭.৪৯ পয়েন্ট বা ০.৮১ শতাংশ। তবে সূচকের এ নিম্নমুখী প্রবণতার পরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ টাকা। লেনদেন বেড়েছে ১৩৮ কোটি ২৪ লাখ টাকা বা ৪.১০ শতাংশ।
এ ছাড়া প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৪.১০ শতাংশ বা ৩৪ কোটি ৫৬ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৭৭ কোটি ৯ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮৪২ কোটি ৫৩ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৪১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৬টি কোম্পানির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। এছাড়া বেস্ট হোল্ডিংস, ফু-ওয়াং সিরামিক, ওরিয়ন ইনফিউশন, ফরচুন সুজ, মন্নো ফেব্রিকস, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেমিনী সি ফুড, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ও তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ০.৪২শতাংশ ও সিএসসিএক্স সূচক ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৭ হাজার ৯২৮.৩৮ পয়েন্ট ও ১০ হাজার ৭৪৪.৩৮ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ০.২৮ শতাংশ, সিএসই-৩০ সূচক ০.৫১ শতাংশ ও সিএসই-৫০ সূচক ০.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৪৮.৭০ পয়েন্টে, ১৩ হাজার ৩৪৬.৪০ পয়েন্টে ও ১ হাজার ২৭৩.৩৫ পয়েন্টে। তবে সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৪৯ লাখ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৩৫ লাখ টাকা, যা আগের সপ্তাহে হয়েছিল ৭৩ কোটি ৮৪ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।


























