নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আলোচিত সাধন মিয়া হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন
কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে মৃত্যুদন্ডপ্রাপ্ত দুইজনকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের
কারাদন্ড ও যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড প্রদান
করা হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো, সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও এলাকার মো. আব্দুর রহমান সরকারের ছেলে
মো. শামীম ও আব্দুল মান্নানের ছেলে মো. আল আমিন এবং যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত একই এলাকার জজ মিয়ার ছেলে
রাসেল। রবিবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. আক্তারুজ্জামান
ভূইয়া এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শামীম হোসাইন রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে
জানান, ২০১৪ সালের ১৭ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সাধন মিয়াকে হত্যা করে। পুলিশ তদন্ত শেষে আদালতে
অভিযোগ পত্র দাখিল করে। আদালত ২৩ জন স্বাক্ষির মধ্যে ১৯ জনের স্বাক্ষ গ্রহণ করে এবং আসামীদের ম্যাজিষ্ট্রেট
আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দি পর্যালোচনা করে এ রায় ঘোষণা করেন।
রায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড সহ দুই জনের মৃদ্যুদন্ড দিয়েছেন আদালত। এই মামলাটি বেশ চাঞ্চল্যকর ছিলো। এই
রায়ে সাধন মিয়ার পরিবার সন্তোষ প্রকাশ করছেন।
শিরোনাম
নারায়ণগঞ্জের আলোচিত সাধন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন
-
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ - আপডেট সময় : ০৪:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- ।
- 112
জনপ্রিয় সংবাদ




















