০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন প্রভাবশালী শরিফ পরিবারের এই সদস্য। গতকাল দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে এই পদে নির্বাচিত হন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ডন বলছে, পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বলে জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ঘোষণা করেছেন। অন্যদিকে পিটিআইয়ের প্রধানমন্ত্রী পদে প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট। এরপর আয়াজ সাদিক শেহবাজকে সংসদ নেতার আসনে ডেকে নেন। ঘোষণার পর বড় ভাই নওয়াজকে জড়িয়ে ধরেন শেহবাজ।
এর আগে, কয়েকদিনের টানা আলোচনার পর গত ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানে সরকার গঠনে ঐকমত্যে পৌঁছায় নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পরে দলীয়ভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদের জন্য শেহবাজ শরিফকে মনোনয়ন দেয় পিএমএল-এন। পিএমএল-এন ছাড়াও শেহবাজের পেছনে পিপিপি, এমকিউএম-পি, পিএমএল-কিউ, বিএপি, পিএমএল-জেড, আইপিপি এবং এনপির মোট ২০৫ সদস্যের সমর্থন ছিল বলে জানানো হয়েছিল। এছাড়া পার্লামেন্টে ভোটাভুটিতে শেহবাজ শরিফের বিপরীতে ছিলেন পিটিআই-মনোনীত ওমর আইয়ুব খান। তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে শেহবাজ শরিফের প্রার্থিতার বিরুদ্ধে আপত্তি জানালেও পরে তা খারিজ হয়ে যায়।

এদিকে, সংসদে ভোটের ফল ঘোষণার পরপরই আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে বড় ভাই নওয়াজ শরিফ ও জোটের মিত্রদের ধন্যবাদ জানিয়েছেন শেহবাজ শরিফ। তার এই ধন্যবাদ জানানোর সময় বিরোধীদলের আসনে বসা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই-সমর্থিত আইনপ্রণেতারা ‘চোর’ ‘চোর’ বলে স্লোগান দেন। এ সময় সংসদে ব্যাপক হট্টগোল আর অস্থিরতা দেখা দেয়। পিটিআই-সমর্থিত আইনপ্রণেতাদের হাতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পোস্টারও দেখা যায়।

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংসদে শেহবাজ শরিফ ভাষণ দেওয়ার সময় বিরোধীদলের আসনে বসা পিটিআই-সমর্থিত আইনপ্রণেতারা ‘চোর’ ‘চোর’ বলে স্লোগান দেন। এ সময় সংসদ কক্ষে নওয়াজ শরিফ ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল জারদারি ভুট্টোও উপস্থিত ছিলেন।

বিরোধীদের ব্যাপক হট্টগোলের মাঝে দেওয়া ভাষণে শেহবাজ বলেন, পিএমএল-এন ও তার মিত্ররা পাকিস্তানি, মুসলমান ও মানুষ হিসেবে নিজেদের ভূমিকা পালন করবে। এই সংসদে এমন প্রতিভাবান ব্যক্তিরা বসে আছেন, যারা পাকিস্তানের জাহাজকে তীরে নিয়ে যেতে পারেন… যাদের মধ্যে সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ধর্মীয় নেতারাও রয়েছেন। পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ ও সুযোগ আছে। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিই… তাহলে সৃষ্টিকর্তার দয়ায় আমরা এসব চ্যালেঞ্জকে পরাজিত করব এবং পাকিস্তানকে তার সঠিক অবস্থানে নিয়ে যাব। এই কাজ কঠিন হলেও অসম্ভব নয় বলে আশা প্রকাশ করেছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

আপডেট সময় : ০৭:১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন প্রভাবশালী শরিফ পরিবারের এই সদস্য। গতকাল দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে এই পদে নির্বাচিত হন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ডন বলছে, পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বলে জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ঘোষণা করেছেন। অন্যদিকে পিটিআইয়ের প্রধানমন্ত্রী পদে প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট। এরপর আয়াজ সাদিক শেহবাজকে সংসদ নেতার আসনে ডেকে নেন। ঘোষণার পর বড় ভাই নওয়াজকে জড়িয়ে ধরেন শেহবাজ।
এর আগে, কয়েকদিনের টানা আলোচনার পর গত ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানে সরকার গঠনে ঐকমত্যে পৌঁছায় নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পরে দলীয়ভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদের জন্য শেহবাজ শরিফকে মনোনয়ন দেয় পিএমএল-এন। পিএমএল-এন ছাড়াও শেহবাজের পেছনে পিপিপি, এমকিউএম-পি, পিএমএল-কিউ, বিএপি, পিএমএল-জেড, আইপিপি এবং এনপির মোট ২০৫ সদস্যের সমর্থন ছিল বলে জানানো হয়েছিল। এছাড়া পার্লামেন্টে ভোটাভুটিতে শেহবাজ শরিফের বিপরীতে ছিলেন পিটিআই-মনোনীত ওমর আইয়ুব খান। তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে শেহবাজ শরিফের প্রার্থিতার বিরুদ্ধে আপত্তি জানালেও পরে তা খারিজ হয়ে যায়।

এদিকে, সংসদে ভোটের ফল ঘোষণার পরপরই আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে বড় ভাই নওয়াজ শরিফ ও জোটের মিত্রদের ধন্যবাদ জানিয়েছেন শেহবাজ শরিফ। তার এই ধন্যবাদ জানানোর সময় বিরোধীদলের আসনে বসা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই-সমর্থিত আইনপ্রণেতারা ‘চোর’ ‘চোর’ বলে স্লোগান দেন। এ সময় সংসদে ব্যাপক হট্টগোল আর অস্থিরতা দেখা দেয়। পিটিআই-সমর্থিত আইনপ্রণেতাদের হাতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পোস্টারও দেখা যায়।

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংসদে শেহবাজ শরিফ ভাষণ দেওয়ার সময় বিরোধীদলের আসনে বসা পিটিআই-সমর্থিত আইনপ্রণেতারা ‘চোর’ ‘চোর’ বলে স্লোগান দেন। এ সময় সংসদ কক্ষে নওয়াজ শরিফ ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল জারদারি ভুট্টোও উপস্থিত ছিলেন।

বিরোধীদের ব্যাপক হট্টগোলের মাঝে দেওয়া ভাষণে শেহবাজ বলেন, পিএমএল-এন ও তার মিত্ররা পাকিস্তানি, মুসলমান ও মানুষ হিসেবে নিজেদের ভূমিকা পালন করবে। এই সংসদে এমন প্রতিভাবান ব্যক্তিরা বসে আছেন, যারা পাকিস্তানের জাহাজকে তীরে নিয়ে যেতে পারেন… যাদের মধ্যে সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ধর্মীয় নেতারাও রয়েছেন। পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ ও সুযোগ আছে। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিই… তাহলে সৃষ্টিকর্তার দয়ায় আমরা এসব চ্যালেঞ্জকে পরাজিত করব এবং পাকিস্তানকে তার সঠিক অবস্থানে নিয়ে যাব। এই কাজ কঠিন হলেও অসম্ভব নয় বলে আশা প্রকাশ করেছেন তিনি।