ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পাশাপাশি ছয় পৌরসভা ও ৩২ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন উপলক্ষে ৯ মার্চ সংশ্লিষ্ট এলাকার সব আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচনী দিনে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। সাধারণ ছুটি উপলক্ষে নির্বাচনের দিন এসব এলাকায় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।
ময়মনসিংহ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন, ৩টি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ ৩টি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা এবং বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভা) মেয়রের শূন্য পদের উপনির্বাচনের পাশাপাশি ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ১৯টি ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানের সব ব্যবসাকেন্দ্র, শাখা বা বুথ বন্ধ থাকবে।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শিরোনাম
সিটি নির্বাচন আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে যেসব এলাকায়
-
অর্থনৈতিক প্রতিবেদক - আপডেট সময় : ০৬:১৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- । প্রিন্ট সংস্করণ
- 133
জনপ্রিয় সংবাদ


























