দেশের প্রধানরপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। গতকাল শনিবার ভোটগ্রহণ শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন সাংবাদিকদের জানান, ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে মোট ভোট পড়েছে ৮৯.১৮ শতাংশ।
তিনি বলেন, ঢাকা অঞ্চলের ভোটগ্রহণ হয়েছে উত্তরায় সংগঠনের নিজস্ব ভবনে। আর চট্টগ্রাম অঞ্চলের ভোট অনুষ্ঠিত হয়েছে খুলশীর স্থানীয় অফিসে। এর মধ্যে ঢাকায় ভোট পড়েছে ১ হাজার ৯৩৯টি ও চট্টগ্রামে ভোট পড়েছে ৩৮৭টি।
এদিকে, ভোটগ্রহণ নিয়ে কোনো আপত্তি না থাকলেও শেষ দিকে এসে কেন্দ্রের পরিবেশ স্বস্তিকর নয় বলে অভিযোগ করেছেন বিজিএমইএ নির্বাচনে অংশ নেওয়া ফোরামের প্যানেল লিডার ফয়সাল সামাদ। এর আগে শনিবার সকাল ১০টায় শুরু হয় বিজিএমইএ পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদের ব্যানারে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এবার সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন সেহা ডিজাইনের চেয়ারম্যান ও বিজিএমইএর বতর্মান কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম মান্নান কচি। ফোরামের নেতৃত্ব দিচ্ছেন সুরমা গার্মেন্টসের পরিচালক ফয়সাল সামাদ। তিনি বর্তমান কমিটির পরিচালক ও গত কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বিজিএমইএ জানিয়েছে, নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম মিলে ৩৫টি পরিচালক পদে দুই প্যানেলের ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট গণনা শেষে গতকাল শনিবারই প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। মোট ২ হাজার ৪৯৮ জন ভোটারের মধ্যে ঢাকা অঞ্চলের ২ হাজার ৩২ জন ও চট্টগ্রামের ৪৬৪ জন। নির্বাচিত পরিচালকরা ১৯ মার্চ সংগঠনের সভাপতি, প্রথম সহ-সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচন করবেন।


























