২৬৮ নোয়াখালী -১ (চাটখিল – সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি ইব্রাহিমকে দ্বাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় নাগরিক সংবর্ধনা
খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সিনিয়র সচিব ও বীর মুক্তিযোদ্ধা মো. কায়কোবাদ এর সভাপতিত্ত্বে ও চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও চাটখিল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী সালাহ্ উদ্দিন সুমন, খিলপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি মোল্লা, চাটখিল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন বাদলের যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম এমপি।
প্রধান অতিথির বক্তব্য এমপি ইব্রাহিম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এই বাংলাদেশে কোন সন্ত্রাস থাকবে না। আমি আপনাদের ওয়াদা করছি, আমি কোন সন্ত্রাসকে আশ্রয় প্রশ্রয় দেবো না, যদি কেহু আমার নাম ব্যবহার করে সেইটা আমাকে অবহিত করবেন। আমি চাটখিল সোনাইমুড়ি বাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেক বার আমার প্রতি আস্থা রেখেছেন। আমি আপনাদের সাথে ওয়াদা করেছি আমি আমার সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করতে আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আমার বিশ্বাস চাটখিল সোনাইমুড়ি তে আমরা আ’লীগ ঐক্যবদ্ধ পরিবার আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের দেওয়া দায়িত্ব সততার সাথে পালন করতে পারি
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা মাসুম মোহাম্মদ মহসিন, প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির,সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল,পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি ফারুক রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন,নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও প্যানেল মেয়র মাসুদুর রহমান শিপন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু,মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহীন,উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ,খিলপাড়া বাজার বণিক সমিতির সভাপতি ও শিল্পপতি মোঃ শাহজাহান, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, হারুন আর রশিদ বাহার, মেহেদী হাসান বাহালুল, মো. মানিক,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সোনাইমুড়ী উপজেলা আ’লীগের সভাপতি মমিন উল্যা বাকের,সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাবুল বাবু, সাবেক নোয়াখালী জেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কিং মোজাম্মেল,চাটখিল (ফ্রেন্ডস অব বাংলাদেশ) সৌদি আরব তাবুক মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ভূইঁয়া (মানিক) প্রমুখ।




















