যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জিল্লুর রহমান শিমুলকে (৪৭) কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোবিলা গ্রামের মাস্টার তরিকুল ইসলামের বাড়ির কাছে খুনের ঘটনাটি ঘটে। নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের স্ত্রী নাসিমা খাতুন জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাত সাড়ে ৮ টার দিকে গোবিলা গ্রামের ইনামুল, বুলবুল, বিল্লাল, সোহরাব, নাঈম ও সাজিয়ালী গ্রামের বেড়ো পাড়ার হযরতসহ একদল দুর্বৃত্ত তার স্বামী শিমুলকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে। হামলাকারীরা সকলে চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার লোক।
চুড়ামনকাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দাউদ হোসেন জানান, শিমুল আমার নিকটাত্মীয়। এছাড়া তিনি আমার সাথে চলাফেরা করতেন। যে কারণে সাবেক চেয়ারম্যান মুন্নার ক্যাডাররা শিমুলকে কুপিয়ে হত্যা করেছ। তবে এই অভিযোগ মিথ্যা দাবি করে আব্দুল মান্নান মুন্না জানান, শিমুল স্বেচ্ছাসেবক লীগ নেতা। তারাবির নামায শেষে জানতে পারি সন্ত্রাসীরা তাকে খুন করেছে। খুনের সাথে জড়িত কেউ আমার লোক না। মুন্না আরও জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে ফাঁসানোর জন্য মিথ্যাচার করা হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, রাত ৯ টার দিকে শিমুলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে ভর্তি করে সার্জারী ওয়ার্ডে পাঠিয়ে দেয়া হয়। ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক সৌমিক মিত্র জানান, ৯ টা ২০ মিনিটের দিকে শিমুল মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম চৌধুরী জানান, শিমুলকে হত্যার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।





















