নোয়াখালী চাটখিল উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন বলেছেন, আমি জীবনের মায়া ত্যাগ করে আ’লীগের জন্য কাজ করেছি। অসংখ্যবার হামলার শিকার হয়েছি,বহু মামলায় আসামী হয়েছি। কারা নির্যাতন ও কারা ভোগ করেছি। চাটখিলে আ’লীগকে টিকিয়ে রাখার জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল।
গত ২২ মার্চ শুক্রবার বিকালে চাটখিল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন-ওয়ার্ড আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং জন প্রতিনিধিদের সাথে,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবিরের রমজানের শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য প্রদানকালে বেলায়েত হোসেন এসব কথা বলেন। বেলায়েত হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, আমি দুইবার চাটখিল পৌরসভার মেয়র পদে মনোনয়ন চেয়েছিলাম। দল আমাকে মূল্যায়ন করেনি। তিনি বলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলাম, এক্ষেত্রেও আমাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তিনি বলেন, আমি যখন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলাম। তখন আমার বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র শুরু হলো। আমাকে নিয়ে নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে,এগুলো অত্যন্ত দুঃখজনক। বেলায়েত হোসেন বলেন, ১৯৯১ সাল থেকে আমি বিএনপি’র মুখোমুখি হয়েছিলাম। আমাকে বহুবার হত্যার চেষ্টা করা হয়েছিল। মাসের পর মাস বাড়িতে ঘুমাতে পারিনি। আমার বিরুদ্ধে এত মামলা ছিলো প্রায় প্রতিদিনই আমাকে আদালতে হাজিরা দিতে হতো। সকাল ৬টা বাজে ঘুম থেকে উঠে আদালতে যেতে হত হাজিরা দেওয়ার জন্য।
আবার বহু রাত আদালতের বারান্দায় নির্ঘুমে কাটিয়েছি।তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে কি পেলাম, আর কি হারালাম সেটা বড় কথা নয়। কিন্তু দুঃখ লাগে যখন নেতারা একজনকে উপরে উঠাতে গিয়ে, আরেকজনকে নিয়ে সমালোচনা করেন। কুরুচিপুর্ন্য বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী নাই। আমাদের দল প্রার্থীতা উম্মুক্ত করে দিয়েছে। নির্বাচন করার অধিকার সকলের রয়েছে, নেতাদের প্রতি আমার অনুরোধ বক্তব্য দেওয়ার সময় আপনারা রুচি সম্পূর্ণ্য বক্তব্য প্রদান করবেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেলায়েত হোসেন সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
























