সাউথইস্ট ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড অংশীদারিত্বের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের ইসলামী ব্যাংকিং সেবার আওতায় গ্রাহকদের জন্য বিশেষ তিজারাহ ইসলামী ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। নতুন এই কার্ডটিতে ‘ইন্টারেস্ট’ ফি মওকুফসহ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর লাউঞ্জে প্রবেশাধিকার এবং অন্যান্য আকর্ষণীয় অফার রয়েছে।
‘ইন্টারেস্ট’ ফি মওকুফ করা ছাড়াও কার্ডহোল্ডারদের বিভিন্ন মাসিক মেইনটেন্যান্স ফি যেমন, এটিএম থেকে অর্থ উত্তোলন, রিটেইল ও পিওএস ট্রানজেকশন, ই-কমার্স, ওয়ালেট ফান্ড ট্রান্সফার, কার্ড অথবা চেক ট্রানজেকশন এবং ফান্ড ট্রান্সফার ইত্যাদি ফি থেকে অব্যাহতি থাকবে। তবে অর্থ পরিশোধের সময়সীমা পেরিয়ে গেলে কার্ডহোল্ডাররা কার্ড অ্যাকাউন্টে ন্যূনতম একটি মাসিক ফি প্রদান করবেন।

























