যশোরে হঠাৎ আগুনে পুড়লো চলন্ত একটি অ্যাম্বুলেন্স। শনিবার বেলা ১১ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাঁচবাড়িয়ায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া নতুন অ্যাম্বুলেন্সটি খুলনা মেডিকেলে কলেজের (খুমেক) জানা গেছে, ঘটনার সময় চালক অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো-ছ-৭১-০৮৬৯) নিয়ে যশোর শহরের দিকে যাচ্ছিলেন।
এসময় পাঁচবাড়িয়ার সার গোডাউনের কাছে পৌঁছালে হঠাৎ করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে চালক অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বের হয়ে আসেন।
এই বিষয়ে ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুর রহমান সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক সাংবাদিকদের জানান, ইঞ্জিনে ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পরীক্ষামূলকভাবে অ্যাম্বলেন্সটি চালানো হচ্ছিলো।




















