ওসমানীনগরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, মিনবাস চালক ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া নয়াবাজার এলাকার নুনু মিয়ার ছেলে আতাউর মিয়া (৩৫)। সে বর্তমানে গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামে শশুর বাড়ীতে বসবাস করেন। ট্রাক চালক জৈন্তাপুর উপজেলার দরবস গ্রামের শরীফ মিয়ার ছেলে আব্দুল মন্নান (৩০)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ (২০ এপ্রিল) গতকাল শনিবার বিকেল ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এসময় মহাসড়কে প্রায় ৪৫ মিনিট সব ধরণের যান চলাচল বন্ধ থাকে।
জানা যায়, শনিবার ৫টায় মহাসড়কের উত্তর গোয়ালাবাজারে সিলেটগামী ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-৬২৩২) বিপরীত মুখি মিনিবাস (সিলেট জ ১১-০৬১৬) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে দুই যানের সামন দুমড়ে মুচড়ে যায়। এসময় দুই চালক গাড়ির মধ্যে গুরুতর আহতবস্থায় আটকা পড়েন। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস ও ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দীর্ঘ ৪০ মিনিটের প্রচেষ্ঠায় গাড়ির সামন কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এসময় মহাসড়কের সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম দুর্ভোগে পড়েন পরিবহন ও যাত্রী সাধারণ। ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান এর নেতৃত্বে পুলিশের প্রচেষ্ঠায় ৪৫ মিনিট পর মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত দুই চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এর পরেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

























