নওগাঁর রাণীনগরে আগামী ২৯মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট বাইশজন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করছেন। ২মে (বৃহস্পতিবার) বিকেলে মনোনয়নপত্র প্রাপ্তির পর প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করছেন গোলাম রাব্বানী, মো. আসাদুজ্জামান (আসাদ), মো. আনোয়ার হোসেন বিএ, মো: ইয়াকুব আলী প্রামাণিক, মো. আসাদুজ্জামান (পলাশ), এস. এম. আহসান হাবীব (মিলন), মো. রাহিদ সরদার, সরদার মো. আব্দুল মালেক, সুজিত চন্দ্র সাহা ও মো. মীর মোয়াজ্জেম হোসেন (লিটন)। ভাইস চেয়ারম্যান পদে মো. মামুন হোসেন, মো. মামুন হোসেন, মো. জারজিসি হাসান, মো. সাদিকুল ইসলাম, মো. তুষার বুলবুল, প্রদ্যুত কুমার প্রামাণিক ও জাহাঙ্গীর আলম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. বেদেনা বেগম, মোছা. রুমা বেগম, ফরিদা বেগম, মোছা. মমতাজ বেগম (সাথী) ও মোছা. মর্জিনা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন গত ০২মে ছিলো রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৫মে অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র বাছাই। বাছাই শেষে প্রার্থীরা রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন ০৬-০৮ মে আর আপিল নিষ্পত্তি হবে ০৯-১১মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২মে। প্রতিক বরাদ্দ ১৩মে আর ২৯মে উপজেলার ৭০টি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন ১লাখ ৬২হাজার ২শত ৭জন ভোটার। একটি উৎসবমুখর, সুন্দর, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
























