০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহের রাস্তায় চলছে নাম্বার ছাড়া গাড়ি – প্রশাসন নিরব

ময়মনসিংহের কাচারি ঘাট, পুরানো গুদারাঘাট, পুলিশ লাইন ও কাঠগোলা জেলখানাঘাট, চরকালীবাড়ি ঘাট এলাকা থেকে প্রতিদিন প্রশাসনের চোখের সামনে দিয়ে নাম্বার বিহীন বালুবাহী ড্রামট্রাক চলছে দিনের পর দিন। এমনিতেই দিনের বেলাতে এসব বালুবাহী ট্রাক চলাচলে বাঁধানিষেধ রয়েছে । এতে করে নগরে তীব্র যানজট লেগে থাকে । এ নিয়ে একাদিক মিডিয়াতে নিউজ প্রকাশিত হলেও ট্রাফিক বিভাগ রহস্যজনক ভাবে নিরব ।
দৈনিক সবুজ বাংলার ময়মরনিংহ ব্যুরো প্রধানের সাথে নাম প্রকাশ না করার শর্তে দাম্ভিকতার সহিত গাড়ী চালকগণ বলেন আমরা মাসিক টোকেনের মাধ্যমে গাড়ী চালায় । আমাদের প্রতিবেদক বিভিন্ন স্পর্টগুলো ঘুরে বিস্মিত হয়ে ট্রাক গুলোর দিকে তাকিয়ে দেখেন কোন গাড়ী গুলোতেই নাম্বার প্লেট নেই। তারমানে রেজিষ্ট্রেশনও নেই ।  হয়তো নেই। এই গাড়ী গুলো বীর দর্পে নগরে ঘুরে বেড়ায়, বালু টানে, মুল সড়কে। গাড়ী গুলোর মালিক কে অথবা কোন কোম্পানি কিংবা কোন সংস্থার এসব প্রশ্ন নগরবাসীর।   এ বিষয়ে ট্রাফিক বিভাগও কিছু বলতে নারাজ ।
এসব গাড়ী গুলো যার বা যাদেরই হোক এটা রাস্তায় চললে এর নাম্বার এবং রেজিষ্ট্রেশন বাধ্যতামুলক বিআরটিএ সুত্রে জানা যায় । ময়মনসিংহের জেলা পুলিশ প্রশাসনের কার্যলয়ের একশত গজ দুরেই কাচারীঘাট বালুঘাট। এরই কোয়াটার কিলোমিটার দুরে ট্রাফিক বিভাগের প্রধান কার্যলয় । এর সামনে দিয়েই এসব গাড়ী চলাচল করে । ময়মনসিংহ বিভাগীয় নগরীতে  পুলিশ সুপারের কার্যালয়ের একেবারে সীমানা ঘেষা কাচারি ঘাট এলাকায় এই গাড়ী গুলো সদম্ভে দাঁড়িয়ে থাকে প্রতিদিন। এসব কি দেখভালের কেউ আছে এই নগরীও শহরে । প্রতিদিন এরা নগরের সড়কে দাপিয়ে চলছে। একাদিক ঘাট ঘুরে  একটা গাড়ির সামনে অথবা পিছনে নাম্বার প্লেট দেখা যায় । যতটুকু জানা যায় সামনে এবং পিছনে দুই পাশেই নাম্বার থাকবে।
এবিষয়ে ময়মনসিংহ ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুর রহমান বলেন এগুলো ময়মনসিংহের গাড়ী না। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের যুগ্মসাধারন সম্পাদক এডভোকেট শিব্বির আহমেদ লিটন বলেন এই অঞ্চলে যে কোন জায়গার রেজিষ্ট্রেশন বিহীন নাম্বার ছাড়া গাড়ী চলুক না কেন তা বেআইনি । এতে করে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে । অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহনে প্রশাসনের নজরদারী দরকার।
সুজন ( সুশাসনের জন্য নাগরিক)  ময়মনসিংহ সম্পাদক আলী ইউসুফ বলেন ময়মনসিংহ নগরীতে যেখানে একটা রিকসা নাম্বার প্লেট ছাড়া চলতে পারেনা, সেখানে এতোগুলো বালুবাহী ট্রাক কি করে চলে ।
আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশনা ছাড়া নাম্বার ছাড়া গাড়ী চলাচল করা নগরীতে অন্য ইঙ্গিত বহন করে। ময়মনসিংহ জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি আব্দুল কাদের চৌধুরী ( মুন্না )  বলেন প্রতিমাসে জেলা প্রশাসক কার্যলয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক মিটিং হয় । আমরা বার বার বলি নগরে কি ভাবে লাইসেন্সবিহীন গাড়ী চলে।  এর ব্যবস্থা গ্রহনে দ্রুত পদক্ষেপ নিতে নিরাপদ সড়ক চাই সংগঠন জেলা প্রশাসকের কাছে দাবী তুলে আসছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে।

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

ময়মনসিংহের রাস্তায় চলছে নাম্বার ছাড়া গাড়ি – প্রশাসন নিরব

আপডেট সময় : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
ময়মনসিংহের কাচারি ঘাট, পুরানো গুদারাঘাট, পুলিশ লাইন ও কাঠগোলা জেলখানাঘাট, চরকালীবাড়ি ঘাট এলাকা থেকে প্রতিদিন প্রশাসনের চোখের সামনে দিয়ে নাম্বার বিহীন বালুবাহী ড্রামট্রাক চলছে দিনের পর দিন। এমনিতেই দিনের বেলাতে এসব বালুবাহী ট্রাক চলাচলে বাঁধানিষেধ রয়েছে । এতে করে নগরে তীব্র যানজট লেগে থাকে । এ নিয়ে একাদিক মিডিয়াতে নিউজ প্রকাশিত হলেও ট্রাফিক বিভাগ রহস্যজনক ভাবে নিরব ।
দৈনিক সবুজ বাংলার ময়মরনিংহ ব্যুরো প্রধানের সাথে নাম প্রকাশ না করার শর্তে দাম্ভিকতার সহিত গাড়ী চালকগণ বলেন আমরা মাসিক টোকেনের মাধ্যমে গাড়ী চালায় । আমাদের প্রতিবেদক বিভিন্ন স্পর্টগুলো ঘুরে বিস্মিত হয়ে ট্রাক গুলোর দিকে তাকিয়ে দেখেন কোন গাড়ী গুলোতেই নাম্বার প্লেট নেই। তারমানে রেজিষ্ট্রেশনও নেই ।  হয়তো নেই। এই গাড়ী গুলো বীর দর্পে নগরে ঘুরে বেড়ায়, বালু টানে, মুল সড়কে। গাড়ী গুলোর মালিক কে অথবা কোন কোম্পানি কিংবা কোন সংস্থার এসব প্রশ্ন নগরবাসীর।   এ বিষয়ে ট্রাফিক বিভাগও কিছু বলতে নারাজ ।
এসব গাড়ী গুলো যার বা যাদেরই হোক এটা রাস্তায় চললে এর নাম্বার এবং রেজিষ্ট্রেশন বাধ্যতামুলক বিআরটিএ সুত্রে জানা যায় । ময়মনসিংহের জেলা পুলিশ প্রশাসনের কার্যলয়ের একশত গজ দুরেই কাচারীঘাট বালুঘাট। এরই কোয়াটার কিলোমিটার দুরে ট্রাফিক বিভাগের প্রধান কার্যলয় । এর সামনে দিয়েই এসব গাড়ী চলাচল করে । ময়মনসিংহ বিভাগীয় নগরীতে  পুলিশ সুপারের কার্যালয়ের একেবারে সীমানা ঘেষা কাচারি ঘাট এলাকায় এই গাড়ী গুলো সদম্ভে দাঁড়িয়ে থাকে প্রতিদিন। এসব কি দেখভালের কেউ আছে এই নগরীও শহরে । প্রতিদিন এরা নগরের সড়কে দাপিয়ে চলছে। একাদিক ঘাট ঘুরে  একটা গাড়ির সামনে অথবা পিছনে নাম্বার প্লেট দেখা যায় । যতটুকু জানা যায় সামনে এবং পিছনে দুই পাশেই নাম্বার থাকবে।
এবিষয়ে ময়মনসিংহ ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুর রহমান বলেন এগুলো ময়মনসিংহের গাড়ী না। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের যুগ্মসাধারন সম্পাদক এডভোকেট শিব্বির আহমেদ লিটন বলেন এই অঞ্চলে যে কোন জায়গার রেজিষ্ট্রেশন বিহীন নাম্বার ছাড়া গাড়ী চলুক না কেন তা বেআইনি । এতে করে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে । অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহনে প্রশাসনের নজরদারী দরকার।
সুজন ( সুশাসনের জন্য নাগরিক)  ময়মনসিংহ সম্পাদক আলী ইউসুফ বলেন ময়মনসিংহ নগরীতে যেখানে একটা রিকসা নাম্বার প্লেট ছাড়া চলতে পারেনা, সেখানে এতোগুলো বালুবাহী ট্রাক কি করে চলে ।
আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশনা ছাড়া নাম্বার ছাড়া গাড়ী চলাচল করা নগরীতে অন্য ইঙ্গিত বহন করে। ময়মনসিংহ জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি আব্দুল কাদের চৌধুরী ( মুন্না )  বলেন প্রতিমাসে জেলা প্রশাসক কার্যলয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক মিটিং হয় । আমরা বার বার বলি নগরে কি ভাবে লাইসেন্সবিহীন গাড়ী চলে।  এর ব্যবস্থা গ্রহনে দ্রুত পদক্ষেপ নিতে নিরাপদ সড়ক চাই সংগঠন জেলা প্রশাসকের কাছে দাবী তুলে আসছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে।