স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। বুধবার (১৫ মে) বিকেলে একটি সরকারি বৈঠকে অংশগ্রহণের পর বেরিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে ওই বন্দুকধারী।
স্থানীয় বার্তাসংস্থা টিএএসআরের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্লোভাক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিশ্লোভার ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর হ্যান্ডলোভায় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালানো হয়। তার পেটে গুলি লেগেছে।
গত সেপ্টেম্বরে নির্বাচনের মধ্যদিয়ে ফিকো ক্ষমতায় ফেরেন। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম কয়েক মাস রাজনৈতিকভাবে অত্যন্ত বিতর্কিত ছিল। জানুয়ারিতে তিনি ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেন এবং গত মাসে সরকারি সম্প্রচারকেন্দ্র আরটিভিএস বাতিল করার পরিকল্পনা করেন। এর আগে তিনি দুই দফায় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।


























