০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ৬১৫ কেন্দ্রে ব্যালট যাবে আগের দিন

◉ ভোটের দিন সাধারণ ছুটি পাচ্ছে ১৫৭ উপজেলা
◉ বাংলাদেশের ইসি একদিন বিশ্বে রোল মডেল হবে: ইসি হাবিব

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট ১৫৭ উপজেলায় অনুষ্ঠিত হবে। এদিন এই উপজেলাগুলোতে সাধারণ ছুটি থাকবে। পাশাশি, ১৬ জেলার ৩০ উপজেলায় ভোটের আগের দিন ৬১৫টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। অন্যান্য উপজেলার কেন্দ্রগুলোতে ব্যালট যাবে ভোটের দিন সকালে।
গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, আগামী ২১ মে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন উপলক্ষে ৩০ উপজেলার ৬১৫টি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে ভোটগ্রহণের আগের দিন ভোটকেন্দ্রে নির্বাচনী মালামালের সঙ্গে ব্যালট পেপার পাঠানোর জন্য নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে।
সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যে-সব উপজেলায় আগের দিন ব্যালট যাবে সেগুলো হলো- কুড়িগ্রাম সদর, উলিপুর, অষ্টগ্রাম, গাইবান্ধা সদর, শিবগঞ্জ, মুলাদী, হিজলা, কুমারখালী, ভোলা সদর, দৌলতখান, মৌলভীবাজার সদর, রাজনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, বাহুবল, নবীগঞ্জ, খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, লামা, নাইক্ষ্যংছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, কাপ্তাই, লালমনিরহাট সদর ও সুন্দরগঞ্জ।

এদিকে, বাংলাদেশের নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। তিনি বলেছেন, বিগত সময়ে নির্বাচন নিয়ে কি ঘটেছে সেটা ফিরে তাকানোর আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের নির্বাচন কমিশন সব বিতর্ক সমালোচনা ঘুরে দাঁড়িয়ে দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। একদিন বাংলাদেশের নির্বাচন কমিশন বিশ্বের রোল মডেল হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) প্রতি ভোটার ও প্রার্থীদের ধারণা পাল্টেছে; বিশ্বাস জন্মেছে। এ কারণে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রার্থীদের ভোটারদের দ্বারে যাওয়ার যে সংস্কৃতি, সেটা আবারো ফিরে এসেছে।

যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। যশোর, নড়াইল ও মাগুরার জেলার প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইসি আহসান হাবিব খান। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় এ মতবিনিময় শুরু হয়। সভায় যশোর, নড়াইল ও মাগুরা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপাররা বক্তব্য রাখেন।
আহসান হাবীব বলেন, উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ৩৬ শতাংশ এই সময়ে অনেক। দেশের কয়েকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়াতে ভোটার উপস্থিতি কম। আগামীতে দেশের যত ভোট আসছে, ততই আমাদের ভোটের পরিবেশ, ভোগ্রহণ পদ্ধতির পরিবর্তন ঘটছে।

তিনি বলেন, নির্বাচনে ভোটারের উপস্থিতি বাড়ানোর জন্য নির্বাচন কমিশন ও প্রার্থীরা কাজ করবেন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মোট ভোটগ্রহণের পরিমাণ শতাংশ হিসেবে প্রকাশ করা হয়েছে, এবার থেকে উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হবে। ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্বাচন কমিশন ও প্রার্থীদের আলাদাভাবে প্রচারণা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা ভোটারদের বাধা দেবে তাদের প্রতিহত করবে প্রশাসন।
সভায় যশোর, মাগুরা ও নড়াইল জেলার সব প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট উপজেলাসমূহের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে এদিন বিকালে শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশ নেন ইসি আহসান হাবিব খান।

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ৬১৫ কেন্দ্রে ব্যালট যাবে আগের দিন

আপডেট সময় : ০৭:০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

◉ ভোটের দিন সাধারণ ছুটি পাচ্ছে ১৫৭ উপজেলা
◉ বাংলাদেশের ইসি একদিন বিশ্বে রোল মডেল হবে: ইসি হাবিব

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট ১৫৭ উপজেলায় অনুষ্ঠিত হবে। এদিন এই উপজেলাগুলোতে সাধারণ ছুটি থাকবে। পাশাশি, ১৬ জেলার ৩০ উপজেলায় ভোটের আগের দিন ৬১৫টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। অন্যান্য উপজেলার কেন্দ্রগুলোতে ব্যালট যাবে ভোটের দিন সকালে।
গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, আগামী ২১ মে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন উপলক্ষে ৩০ উপজেলার ৬১৫টি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে ভোটগ্রহণের আগের দিন ভোটকেন্দ্রে নির্বাচনী মালামালের সঙ্গে ব্যালট পেপার পাঠানোর জন্য নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে।
সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যে-সব উপজেলায় আগের দিন ব্যালট যাবে সেগুলো হলো- কুড়িগ্রাম সদর, উলিপুর, অষ্টগ্রাম, গাইবান্ধা সদর, শিবগঞ্জ, মুলাদী, হিজলা, কুমারখালী, ভোলা সদর, দৌলতখান, মৌলভীবাজার সদর, রাজনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, বাহুবল, নবীগঞ্জ, খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, লামা, নাইক্ষ্যংছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, কাপ্তাই, লালমনিরহাট সদর ও সুন্দরগঞ্জ।

এদিকে, বাংলাদেশের নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। তিনি বলেছেন, বিগত সময়ে নির্বাচন নিয়ে কি ঘটেছে সেটা ফিরে তাকানোর আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের নির্বাচন কমিশন সব বিতর্ক সমালোচনা ঘুরে দাঁড়িয়ে দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। একদিন বাংলাদেশের নির্বাচন কমিশন বিশ্বের রোল মডেল হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) প্রতি ভোটার ও প্রার্থীদের ধারণা পাল্টেছে; বিশ্বাস জন্মেছে। এ কারণে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রার্থীদের ভোটারদের দ্বারে যাওয়ার যে সংস্কৃতি, সেটা আবারো ফিরে এসেছে।

যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। যশোর, নড়াইল ও মাগুরার জেলার প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইসি আহসান হাবিব খান। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় এ মতবিনিময় শুরু হয়। সভায় যশোর, নড়াইল ও মাগুরা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপাররা বক্তব্য রাখেন।
আহসান হাবীব বলেন, উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ৩৬ শতাংশ এই সময়ে অনেক। দেশের কয়েকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়াতে ভোটার উপস্থিতি কম। আগামীতে দেশের যত ভোট আসছে, ততই আমাদের ভোটের পরিবেশ, ভোগ্রহণ পদ্ধতির পরিবর্তন ঘটছে।

তিনি বলেন, নির্বাচনে ভোটারের উপস্থিতি বাড়ানোর জন্য নির্বাচন কমিশন ও প্রার্থীরা কাজ করবেন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মোট ভোটগ্রহণের পরিমাণ শতাংশ হিসেবে প্রকাশ করা হয়েছে, এবার থেকে উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হবে। ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্বাচন কমিশন ও প্রার্থীদের আলাদাভাবে প্রচারণা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা ভোটারদের বাধা দেবে তাদের প্রতিহত করবে প্রশাসন।
সভায় যশোর, মাগুরা ও নড়াইল জেলার সব প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট উপজেলাসমূহের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে এদিন বিকালে শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশ নেন ইসি আহসান হাবিব খান।