০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুই সপ্তাহে ৪০ শতাংশ রাফাহবাসী বাস্তুচ্যুত

FILE PHOTO: Palestinians gather in the hope of obtaining aid delivered into Gaza through a U.S.-built pier, amid the ongoing conflict between Israel and the Palestinian Islamist group Hamas, as seen from central Gaza Strip, May 19, 2024. REUTERS/Ramadan Abed/File Photo

◉নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় ফ্রান্সের সমর্থন
◉গাজায় যা ঘটছে তা গণহত্যা নয় : বাইডেন
◉মিসরে জমে আছে গাজার ত্রাণের স্তূপ
◉গাজায় ২ দিন ধরে কোনো ত্রাণ সহায়তা পৌঁছেনি

গাজার জাবালিয়া এবং বেত লাহিয়ায় গত সোমবার দিবাগত রাতভর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের বিমান বাহিনী। এতে অন্তত ১৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের নামে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় গত দুই সপ্তাহে অন্তত ৪০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, গত দুই সপ্তাহে অন্তত ৯ লাখ আশ্রয়প্রার্থী দক্ষিণের শহর রাফা থেকে বাস্তুচ্যুত হয়েছে। যা রাফাহর মোট জনসংখ্যার ৪০ শতাংশ। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ৩৫ হাজার ৫৬২ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৭৯ হাজার ৬৫২ জন।

গাজায় এমন নৃশংসতার দায়ে সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর কারিম খান। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি। অবশ্য এই অভিযোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেটো থাকায় তা কার্যকর না হওয়ার সম্ভাবনাই বেশি। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে সমর্থন জানিয়েছে ফ্রান্স। গত সোমবার এক বিবৃতিতে দেশটি বলছে, আইসিসির ‘স্বাধীনতার’ প্রতি সমর্থন রয়েছে প্যারিসের। আন্তর্জাতিক অপরাধ আদালত, এর স্বাধীনতা এবং সব পরিস্থিতিতে দায়মুক্তির বিরুদ্ধে লড়াইকে সমর্থন করে ফ্রান্স। পশ্চিমা মিত্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালির মতো দেশের সঙ্গে দ্বিমত প্রকাশ করে ফ্রান্সের এমন বিবৃতিকে তাৎপর্যপূর্ণ বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে ইসরায়েল ইস্যুতে এসব দেশ সব সময় একই সুরে কথা বলে। এ উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, এর মধ্য দিয়ে ইসরায়েল ও হামাসকে এক কাতারে তুলনা করা হচ্ছে। এটা বাস্তবতার বিকৃতি।


গত সোমবার হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ উদ্যাপন অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খান কর্তৃক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ আরো দুই ইসরায়েলি কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার সিদ্ধান্তও প্রত্যাখ্যান করে আইসিসির প্রসিকিউটরের অনুরোধ ‘আপত্তিজনক’ বলে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের বিপরীতে আমি বলতে চাই, গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়। আমরা এই অভিযোগ প্রত্যাখ্যান করি। এছাড়া যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা আইসিসির বিরুদ্ধে দাঁড়ানোর হুমকি দিয়েছেন ।

এদিকে গাজার উপকূলে যুক্তরাষ্ট্রের তৈরি করা ভাসমান জেটি থেকে দুই দিন ধরে কোনো ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। গত সোমবার জাতিসংঘের জ্যেষ্ঠা ত্রাণ কর্মকর্তা এডেম ওসোর্নু জানিয়েছেন, ইসরায়েলের আক্রমণের মধ্যে টিকে থাকা গাজাবাসীদের কোনো অর্থপূর্ণ স্তরের সমর্থন দেওয়ার মতো পর্যাপ্ত খাদ্য ও জ্বালানি সরবরাহ নেই। গাজায় যা হচ্ছে তা বর্ণনার ভাষা হারিয়ে ফেলছি আমরা। আমরা এটিকে বিপর্যয়, দুঃস্বপ্ন, নরক বলে বর্ণনা করেছি। এখন পরিস্থিতি ওগুলোর সবই এবং আরো খারাপ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তিনি জানান, গাজা-মিসর সীমান্তের রাফা ক্রসিং বন্ধ থাকায় অন্তত ৮২ হাজার মেট্রিক টন সরবরাহ মিসরে স্তূপ হয়ে আছে আর ইসরায়েলের কেরেম শালোম ক্রসিং দিয়ে ‘শত্রুতা, চ্যালেঞ্জিং লজিস্টিক অবস্থা ও জটিল সমন্বয় প্রক্রিয়ায়’ কারণে ত্রাণ প্রবেশ সীমিত হয়ে আছে।

গত সোমবার মিসর জানিয়েছে, রাফাহ ক্রসিং বন্ধ থাকায় ফিলিস্তিনি ছিটমহল গাজার জন্য আসা ত্রাণের খাদ্য ও ওষুধ মিসরে স্তূপ হয়ে জমে আছে। ইসরায়েলের সামরিক অভিযানের কারণে ত্রাণকর্মীদের ওপর হুমকি থাকায় রাফা ক্রসিং বন্ধ আছে। ইসরায়েল রাফায় সামরিক অভিযান শুরু করার পর থেকে দক্ষিণ গাজায় ত্রাণ প্রবেশ বিঘ্নিত হচ্ছে। ওই উপকূলে যুক্তরাষ্ট্রের তৈরি করা ভাসমান জেটি হয়ে শুক্রবার গাজার ত্রাণ প্রবেশ করতে শুরু করে। জাতিসংঘ এতে সমর্থন জানালেও পরিস্থিতি মোকাবিলায় স্থল পথে ত্রাণ প্রবেশের কোনো বিকল্প নেই বলে জানিয়েছে। জাতিসংঘ বলেছে, ওই ভাসমান জেটি এলাকা থেকে জাতিসংঘের ঠিকাদাররা ১০ ট্রাক ভর্তি খাদ্য সহায়তা সরবরাহ করেছিল আর গাজার দিয়ের এল বালাহ এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচির গুদামে শুক্রবার সেগুলো পৌঁছেছিল। কিন্তু শনিবার মাত্র পাঁচ ট্রাক ভর্তি খাদ্য সহায়তা ওই গুদামটিতে পৌঁছেছে। আর রবি ও সোমবার সেখানে কোনো ত্রাণ পৌঁছেনি বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

দুই সপ্তাহে ৪০ শতাংশ রাফাহবাসী বাস্তুচ্যুত

আপডেট সময় : ০৬:৪২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

◉নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় ফ্রান্সের সমর্থন
◉গাজায় যা ঘটছে তা গণহত্যা নয় : বাইডেন
◉মিসরে জমে আছে গাজার ত্রাণের স্তূপ
◉গাজায় ২ দিন ধরে কোনো ত্রাণ সহায়তা পৌঁছেনি

গাজার জাবালিয়া এবং বেত লাহিয়ায় গত সোমবার দিবাগত রাতভর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের বিমান বাহিনী। এতে অন্তত ১৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের নামে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় গত দুই সপ্তাহে অন্তত ৪০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, গত দুই সপ্তাহে অন্তত ৯ লাখ আশ্রয়প্রার্থী দক্ষিণের শহর রাফা থেকে বাস্তুচ্যুত হয়েছে। যা রাফাহর মোট জনসংখ্যার ৪০ শতাংশ। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ৩৫ হাজার ৫৬২ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৭৯ হাজার ৬৫২ জন।

গাজায় এমন নৃশংসতার দায়ে সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর কারিম খান। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি। অবশ্য এই অভিযোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেটো থাকায় তা কার্যকর না হওয়ার সম্ভাবনাই বেশি। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে সমর্থন জানিয়েছে ফ্রান্স। গত সোমবার এক বিবৃতিতে দেশটি বলছে, আইসিসির ‘স্বাধীনতার’ প্রতি সমর্থন রয়েছে প্যারিসের। আন্তর্জাতিক অপরাধ আদালত, এর স্বাধীনতা এবং সব পরিস্থিতিতে দায়মুক্তির বিরুদ্ধে লড়াইকে সমর্থন করে ফ্রান্স। পশ্চিমা মিত্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালির মতো দেশের সঙ্গে দ্বিমত প্রকাশ করে ফ্রান্সের এমন বিবৃতিকে তাৎপর্যপূর্ণ বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে ইসরায়েল ইস্যুতে এসব দেশ সব সময় একই সুরে কথা বলে। এ উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, এর মধ্য দিয়ে ইসরায়েল ও হামাসকে এক কাতারে তুলনা করা হচ্ছে। এটা বাস্তবতার বিকৃতি।


গত সোমবার হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ উদ্যাপন অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খান কর্তৃক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ আরো দুই ইসরায়েলি কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার সিদ্ধান্তও প্রত্যাখ্যান করে আইসিসির প্রসিকিউটরের অনুরোধ ‘আপত্তিজনক’ বলে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের বিপরীতে আমি বলতে চাই, গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়। আমরা এই অভিযোগ প্রত্যাখ্যান করি। এছাড়া যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা আইসিসির বিরুদ্ধে দাঁড়ানোর হুমকি দিয়েছেন ।

এদিকে গাজার উপকূলে যুক্তরাষ্ট্রের তৈরি করা ভাসমান জেটি থেকে দুই দিন ধরে কোনো ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। গত সোমবার জাতিসংঘের জ্যেষ্ঠা ত্রাণ কর্মকর্তা এডেম ওসোর্নু জানিয়েছেন, ইসরায়েলের আক্রমণের মধ্যে টিকে থাকা গাজাবাসীদের কোনো অর্থপূর্ণ স্তরের সমর্থন দেওয়ার মতো পর্যাপ্ত খাদ্য ও জ্বালানি সরবরাহ নেই। গাজায় যা হচ্ছে তা বর্ণনার ভাষা হারিয়ে ফেলছি আমরা। আমরা এটিকে বিপর্যয়, দুঃস্বপ্ন, নরক বলে বর্ণনা করেছি। এখন পরিস্থিতি ওগুলোর সবই এবং আরো খারাপ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তিনি জানান, গাজা-মিসর সীমান্তের রাফা ক্রসিং বন্ধ থাকায় অন্তত ৮২ হাজার মেট্রিক টন সরবরাহ মিসরে স্তূপ হয়ে আছে আর ইসরায়েলের কেরেম শালোম ক্রসিং দিয়ে ‘শত্রুতা, চ্যালেঞ্জিং লজিস্টিক অবস্থা ও জটিল সমন্বয় প্রক্রিয়ায়’ কারণে ত্রাণ প্রবেশ সীমিত হয়ে আছে।

গত সোমবার মিসর জানিয়েছে, রাফাহ ক্রসিং বন্ধ থাকায় ফিলিস্তিনি ছিটমহল গাজার জন্য আসা ত্রাণের খাদ্য ও ওষুধ মিসরে স্তূপ হয়ে জমে আছে। ইসরায়েলের সামরিক অভিযানের কারণে ত্রাণকর্মীদের ওপর হুমকি থাকায় রাফা ক্রসিং বন্ধ আছে। ইসরায়েল রাফায় সামরিক অভিযান শুরু করার পর থেকে দক্ষিণ গাজায় ত্রাণ প্রবেশ বিঘ্নিত হচ্ছে। ওই উপকূলে যুক্তরাষ্ট্রের তৈরি করা ভাসমান জেটি হয়ে শুক্রবার গাজার ত্রাণ প্রবেশ করতে শুরু করে। জাতিসংঘ এতে সমর্থন জানালেও পরিস্থিতি মোকাবিলায় স্থল পথে ত্রাণ প্রবেশের কোনো বিকল্প নেই বলে জানিয়েছে। জাতিসংঘ বলেছে, ওই ভাসমান জেটি এলাকা থেকে জাতিসংঘের ঠিকাদাররা ১০ ট্রাক ভর্তি খাদ্য সহায়তা সরবরাহ করেছিল আর গাজার দিয়ের এল বালাহ এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচির গুদামে শুক্রবার সেগুলো পৌঁছেছিল। কিন্তু শনিবার মাত্র পাঁচ ট্রাক ভর্তি খাদ্য সহায়তা ওই গুদামটিতে পৌঁছেছে। আর রবি ও সোমবার সেখানে কোনো ত্রাণ পৌঁছেনি বলে জানিয়েছেন তিনি।