হেলমেট ছাড়াই কক্সবাজারে মিলছে পেট্রোল, অকটেন। শুধু ফিলিং স্টেশন বা পাম্পেই নয় সড়কের পাশে এবং অলিগলিতে খোলা বাজারে মিলছে বোতলজাত এসব জ্বালানি তেল।
কক্সবাজারের অধিকাংশ ফিলিং স্টেশন বা পাম্পে কক্সবাজার জেলা পুলিশের সাইনবোর্ড বা স্টিকার লাগানো আছে। হেলমেট নেই পেট্রোল নেই। অথচ বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় পুলিশের নজরদারি নেই। বাধাহীন পেট্রোল কেনাবেচা চলছে।
হেলমেট ছাড়া তেল নিতে আসা খোরশেদ আলম রুবেল বলেন, এমন কর্মসূচি কখন ঘোষণা করেছেন আমি নিজেও জানিনা পেট্রোলপাম্পের কেউ বাঁধা দিচ্ছে না। সাইট বোর্ড দেখতে পাচ্ছি। পরবর্তীতে হেলমেট নিয়ে তেল নিতে আসবো।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে “নো হেলমেট, নো ফুয়েল” কার্যক্রম পরিচালনার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশের পর তা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে সদর দফতর। তবে মাঠ পর্যায়ে নেই তার বাস্তবায়ন। ব্যবসায়ী ও মোটরসাইকেল চালকরা অনেকেই জানে না এর মানে, তাই হেলমেট ছাড়াই আসছে তেল নিতে।
প্রশাসনকে কারো দায়িত্বশীল হওয়ার দাবি তুলছেন পরিবেশ যুদ্ধা সাংবাদিক এইচএম নজরুল, তিনি বলেন পচার প্রচারণা বাড়াতে হবে, জনসচেতনতা বৃদ্ধি না করলে এর সুফল আসবেনা এবং পেট্রোল পাম্পে পুলিশ প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।
























