নারীর মর্যদা, সম্মানসহ সর্বক্ষেত্রে অধিকার সমুন্নত রেখে ন্যায্য এবং সমতাভিত্তিক সমাজ কাঠামো বিনির্মানের অঙ্গীকার নিয়ে শনিবার (২৫ মে) জামালপুরে গঠন করা হয় নারীবাদী ফোরাম, জামালপুর জেলা কমিটি।
নারীবাদী ফোরাম গঠন উপলক্ষে সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালপুরের বিশিষ্ট আইনজীবী ও নারীনেত্রী শামীম আরা।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উইম্যান ফ্যাসিলিটিস সংস্থার নির্বাহী পরিচালক ফরিদা বেগম, মানব প্রগতী সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী, জেন্ডার বিশেষজ্ঞ নাজনিন পাপ্পু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচনে সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার প্রমুখ।
সভায় নারী নেটওয়ার্ক সম্পর্কে ধারণায়ন, কর্মশালার সুনির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য বর্ণনা, নারীবাদী ফোরামের উদ্দেশ্য, বৈশিষ্ট, কাজসমূহ, ফোরাম গঠনের প্রয়োজনীয়তাসহ নানা বিষয়ে আলোচনা করেন আলোচকরা।
সভাশেষে আইনজীবী শামীম আরাকে সভাপতি, শামীমা খানকে সহসভাপতি ও সাজেদা পারভীনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নারীবাদী ফোরাম, জামালপুর জেলা কমিটি গঠন করা হয়।
সভার শুরুতেই উন্নয়ন সংঘের হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে তৃতীয় লীঙ্গের জনপ্রিয় সদস্য সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।






















