ঝিনাইদহ-৪ আসনের এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার খুনে জড়িত অভিযোগে গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম ওরফে সাইফুল মেম্বার৷ গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৮ মে) রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। তিনি যশোরের অভয়নগর উপজেলার দামুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বোমা তৈরির ৯৬০ গ্রাম বিস্ফোরক জব্দ করা হয়।
যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম বলেন, সাইফুল চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমানউল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তিনি যশোরের রাকিব, সুব্রত ও প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০ টার দিকে যশোর শহরের বাবলাতলা এলাকায়
একটি মৎস্য হ্যাচারীতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরসহ মোবাইল ফোন ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।
সাইফুল অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের দত্তগাতি গ্রামের কাশেম মোল্লার ছেলে।
মফিজুল ইসলাম আরও বলেন, সাইফুল সম্প্রতি সাতক্ষীরা-ভারত সীমান্ত এলাকায় ছিলেন। তিনি ভারতীয় মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রক্ষা করতেন। এমপি আনারের হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা আছে কিনা তা আমরা তদন্ত করে দেখবো। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। সাইফুল যশোরের মণিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের যুবলীগ নেতা উদয় শংকর হত্যা, রাকিব হত্যা, সুব্রত হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি। এ তিনটি হত্যা ছাড়াও তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে।

























