কুড়িগ্রামের নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় শান্তি পুণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আজ বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি উপজেলায় করা নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে গুলোতে শান্তি পুণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রে গুলোতে ভোটার উপস্তিতি ছিলো কম।
এই তিন উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১৩জন, মহিলা ভাইস চেয়ারম্যান ১০জন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ১২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬লাখ ৪০হাজার ৯০২ জন। মোট ভোট কেন্দ্র ছিলো ২৮৯ টি।




















