স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাছের বন্ধু’র বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে বিকেলে ঢাকার গুলিস্তানের খন্দকার রেস্টুরেন্টে এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও উপদেষ্টা মো. মহিব উল্যাহ রাজু খান। এছাড়া কমিশনার ছিলেন মোরশেদ আলমসহ ৭ সদস্য। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল জমাদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফুর রহমান। সহ সাধারণ সম্পাদক হয়েছেন মো. রবিউল ইসলাম রবি।
অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ হিল কাফি। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আশরাফুজ্জামান লিমন। তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম সিফাত। আইনবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগ। দপ্তর সম্পাদক হয়েছেন এসএম মুকুল। এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন রাসেল ফরাজী, গোলাম সরোয়ার, ফাহিমা আক্তার ও মহিম চন্দ্র রয়।
এছাড়া সদস্যদের প্রত্যক্ষ সম্মতিতে উপদেষ্টা হয়েছেন মো. মহিব উল্যাহ রাজু খান, মোরশেদ আলম এবং গাজী মুনছুর আজিজ। উপদেষ্টারা পদাধিকার বলে কার্যকরী সদস্য থাকবেন।

























