রংপুরে উপজেলা পরিষদ নির্বাচনে তারাগঞ্জে আনিছুর রহমান লিটন ও বদরগঞ্জে ফজলে রাব্বী সুইট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত ৫ জুন এই দুই উপজেলায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান লিটন (দোয়াত-কলম প্রতীকে) ৪১ হাজার ৭৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শাহিনুর ইসলাম মার্শাল (মোটরসাইকেল প্রতীকে) পেয়েছেন ২৫ হাজার ১৮৬ ভোট। অপরদিকে বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী সুইট (কাপ-পিরিচ প্রতীকে) ৬১ হাজার ৫৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা হাসান তবিকুর চৌধুরী (মোটরসাইকেল প্রতীকে) পেয়েছেন ৪৫ হাজার ৭৫২ ভোট। ভোটগণনা শেষে বুধবার রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. শাহানাজ বেগম। আনিছুর রহমান লিটন ও ফজলে রাব্বী সুইট টানা তৃতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শিরোনাম
রংপুরে ২ উপজেলায় লিটন ও সুইট চেয়ারম্যান নির্বাচিত
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ১০:২৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- ।
- 141
জনপ্রিয় সংবাদ





















