ফেনীতে খামারির ১৩ গরু লুটের ঘটনায় মূলহোতা ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন-সোলাইমান সলোমান (৫২) ও জামাল হোসেন ওরফে মানিক (৪১)।
দাগনভূঞা থানার ওসি মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। জানা যায় দুই প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি খামারের ২৫ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। শনিবার রাতে জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয় নারায়ণপুর খান অ্যাগ্রো ফার্মে এ লুটের ঘটনাটি ঘটছে।এ ঘটনায় জেলার ৫ হাজারের বেশি খামারির মাঝে উদ্বেগ বিরাজ করছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।





















