বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে শনিবার (২২জুন) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে নানা অনুষ্টানের আয়োজন করা হয়।
সকালে ফিতা কেটে অনুষ্টানের উদ্ভোধন করেন জেলা পরিষদের চেয়্যারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.মোঃ জিল্লুর রহমান।প্রধান অতিতি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এডিসি ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির যুগ্নসাধারন সম্পাদক মেজর (অবঃ) মোঃ নাসিমুল হক।
ভোরের আলো সাহিত্য আসরের সাধারন সম্পাদক ও সাংবাদিক আমিনুল হক সাদীর সঞ্ছালনায় ও সংগঠনের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়্যারম্যান এ্যাড.মোজাম্মেল হক মাখন,বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দিন আহমেদ লেলিন,একাত্তর টিভির জেলা প্রতিনিধি আবু তাহের,জিটিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরি সোহেল,বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভূইয়া, কিশোরগঞ্জ জেলা যুবলীগের যুগ্নআহবায়ক রুহুল আমিন খান ও কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোতাহার হোসেন।
অনুষ্ঠান উদ্ভোধনের পর বণার্ঢ্য শোভা যাত্রা বের করা হয়।পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজা।সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোঃ নিজাম উদ্দিন,ইসলাম গ্রুপের সাবেক জেনারেল ম্যানেজার নাজমুল হক,বিএডিসির অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ড.মুজিবুল হক চুন্নু প্রমুখ।
অনূষ্ঠানে কিশোরগঞ্জে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের কে বিচারের আওতায় আনতে প্রধান ভূমিকা রাখায় ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্টাতা রেজাউল হাবিব রেজাকে রাষ্ট্রীয় পদক প্রদানের দাবি জানানো হয় এবং মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সাক্ষীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।সংগঠনের প্রসার ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আব্দুল ওয়াহাব ও হীরা মিয়া দুজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


























