ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী নামকস্থানে বৃহস্পতিবার (২৭ জুন) সকালে সড়ক দূর্ঘটনায় পলাশ চন্দ্র দাস (৩৩) নামে একজন বাস হেলপার নিহত হয়েছেন। এ সময় ওই বাসের আরও ১০ যাত্রী আহত হয়েছেন। নিহত পলাশ চন্দ্র দাস মুক্তাগাছা উপজেলার চকনারায়নপুর গ্রামের কালিচরন দাসের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকাল ৫টার দিকে ঢাকাগামী লেনে ওই স্থানে এনা পরিবহনের একটি বাস তানজিয়া পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-০১১৪) বাসকে অতিক্রম করার সময় চাপ দিয়ে দ্রুতবেগে চলে যায়। এতে তানজিয়া পরিবহনের বাসটি পাশেই খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসের হেলপার পলাশ ঘটনাস্থলেই মারা যান। তাছাড়া ওই বাসে থাকা আরও ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে প্রেরণ করে।
আহত যাত্রীরা জানায়, সড়কে এনা পরিবহনের বাসকে সাইড না দেয়ায়, তাদের বাসটিকে পাশকাটিয়ে চলে যাওয়ার সময় ধাক্কা লেগে নিচে পড়ে যায় তাদের বাসটি।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম জানায়, যাত্রীবাহি বাস খদে পড়ে ওই বাসের হেলপার মারা গেছে। কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।




















