মানিকগঞ্জের শিবালয় দক্ষিন তেওতা এলাকায় যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার (৩০জুন ) বিকালে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় উপজেলার শিবালয় দক্ষিন তেওতায় এলাকায় যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় শাখাওয়াত হোসেন নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০,০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিস্টেট ম্যাজিস্টেট এস এম ফয়েজ উদ্দিন বলেন অবৈধভাবে ব্যবসার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




















